কত ফুল ফুটে কত পথিকেই
হাতে তুলে নিয়ে‌ নোংরা করায়,
কারো হাতে নেই একটি ফুলও
মলিনের ভয়ে না হাতে জড়ায়।


ফুল থাকে আর অমলিন হয়ে
কেউ না কে এসে ছিঁড়ে নিয়ে যায়,
পথিকের চোখ ফুলের দিকেই
বেড়া না দিলে কি পথিকের দায়।


ফুলের কখনো মুগ্ধ কমে না
যদি দিন যায় পেরিয়ে সময়,
মুগ্ধ হারানো নিচু দৃষ্টির
কিছু ছোট লোক তাই বলে যায়।


ফুল সুন্দর বলেই বাগান
ফিরে বসন্ত এত পাখি গান,
মানুষের ফুল যেন কন্যারা
ফুলের মতন পথ সমাধান।।


Don’t copy, লেখা সম্পূর্ণ নিষেধ।