আমি যদি নির্যাস হতাম রসে টুম্বর ফুল
ভোমরা এসে খাইতে মধু ঘেরত চারিপাশ,
আমি কি আর বিলিয়ে দেব আমার মধু
ঢাকনা দিয়ে রাখছি ঢেকে মুছতে সর্বনাশ।


এই মধুতে ফুল ফুটিয়ে হইব পুষ্ট ফল
চুষে খেলে মধুর ভাড়া লুটে খেলে,
ক্যামনে হবে সচ্ছ তরে সচ্ছ প্রজন্ম
শেষ করিবে দুষ্ট ভোমর আমায় পেলে।


আমার পিছু ছুটলে ভোমর দেব আসতে
তাইলে আমার মধু খেয়ে করবে মৌচাক
আমার ফলের  নাইত দেখা জমিন ভর্তি
তখন আমি এক আগাছা হবো অনুরূপ।