অতঃপর আমি/ গাঢ় হয়ে যাবো/
হয়ে যাবো ঘন/ গাঢ় চিম্বুক।
বিছিন্ন হবো/ গোলের ওপিঠে/
হয়ে যাবো আমি/ জোড়ার অসুখ।


ইতিপূর্বের/ আমি আছিলাম/
দুরন্তপনা/ হাসির সম্পা/দক
এখানে সেখানে/ মাতিয়ে ছিলাম/
নিগূঢ় দ্বিগুণ/ লোক....


মাতিয়ে রেখেছি/ মনের দুপুর/
হাসির জমিন/ পিঠে,
আমার সৃষ্টি/ ভেতরে শব্দে/
ফ্যাসাদ যাইতো/ মিটে।


অতঃপর এই/ গাঢ় হয়ে গেছি/
চুপচাপ মুখে /নিস্তব্ধ দর/জায়
গাঢ় সমষ্টি / এই উদ্যানে/
মেঘ বিনে ঝরে /জল অববাহি/কায়।


এই গাঢ় হয়ে/ গিয়েছে যখন/
এইসব যেনো/ তাদের সৃষ্টি./...
-মোঃ মুসা


হাল্ক থেকে গাঢ়
ছন্দ মাত্রা বিশ্লেষণ সহ!! ৬+৬/২