স্বাধীন হইলো কবে যেই দেশে রক্ত পাতি
পনেরো আগস্ট হত্যা আর একুশে হয় গ্রেনেড।
যেই দেশে নাই হিন্দু মুসলিম কোন নিরাপদ
স্বাধীন হইলো কবে, শাসনের নামে ভক্ষণের,
মাটির মানুষ ভয় কাঁপে থরথর কাঁপুনিতে
যেই হয় নিত্য খেলা রক্ত ঘটে প্রতি পদাঘাতে।
মুজিব জিয়ার আর জাতীয় চারনেতা কি শোক
একুশে ফের গ্রেনেড বাঙালির জনতার ঘারে।
আইন নামক চোষা যেই দেশে প্রতি মনোবল
পাকিস্তানের মর্মস্পর্শী বাঙালির নিত্যন্তরা বাজে।
বাঙালির মনে মুক্তি আর হইলো আরই কবে।
যেই দেশে মরনের খেলা নিত্য দিনে বাজে,
গরিব কান্না দেখেনা কি কেউ দেখেনা আঁখি তুলে।
গরিব মরিছে খুদা, বিধি ভোগি রোগক্রন্তে
পথিক ভুলিছে পথ, ভয়ের আত্মার হুংকারে।
অসহায়ের  আর্তনাদ ঐ কেউ শুনেনা আর কানে।
চক্র খেলা নিত্য বাজে সরল মানুষ যায় ঠকে।