নিতান্ত ঝাপসা থেকে আমি চাই আলো,
দুই পায় যেথা চায় চইল্যাই যাই।
নাহি চাই গদ ভেদ অঢেল বিভেদ
যেখানে প্রদীপ জ্বলে প্রাণ করে ঠাই।


আমি খালি পায় হেথা চইল্যাই যাই
যেখানে জ্ঞানীর পাঠ হয় বিবেচনা,
সমুদয় জ্ঞানীরাই করে লেনাদেনা
আমিযে বিদ্যাপতির সিদ্ব হস্তে কেনা।


যেখানে মাঝির বৃথা বৈঠকের গুণ,
সেই বাড়ি খেতে বসে খাইনাও নুন
যেখানে গুনিরা ক্ষত মুর্খে বাটপারি
সেখানে থাকিনা কভু কিসে গুনগুন।


অন্ধকার ডুবিতে যে না থাকতে চাই
এগিয়ে পড়তে চাই আলোতে ঝাঁপিয়ে-
যেখানে আমি নিজের দেহ খুঁজে পাই
অন্ধকার মুর্খ জ্ঞানে মঞ্চ ছাড়ি গিয়ে।


যেই নেতার নাইরে সঠিকত বোধ!
আমি যেন তাই হই হইনা যে তার
আমি খুঁজি আলো এক পথের দিশারী
সেথায় হৃদয় জুড়ে কথা হয় আর।
-৮