পেঁয়াজের দরদাম ভোক্তার নাগালে,
কেনাকাটে সাধ্য নেই অহ! আজ কালে..।
মনে হয় আজগুবি আসলে বাস্তব,
তামাশার দামদরে মুখ হয় স্তব।।


ছিল যার কম দাম ছিলনা সুনাম,
সবাইকে পিছে ফেলে আজি তারি নাম।।
যে ছিল আদার ভাই রসুনের সঙ্গী,
চরাচর লাঠবার দেখি কত ভঙ্গি।
পেঁয়াজের ত্যাজভার চক্ষু ঢলে গিন্নি,
আজ নাকি সহ্যহয় প্রতিপত্তি জিম্মি।।


তেলের মিশুক ভাই কড়াইতে নাই,
খুঁজে দেখি আর নাহি সাশ্রয় সঝাই।
তেলগুলি ছ্যাতছ্যাত পেঁয়াজ অভাব ,
সেই দাম সহজের আছেকি জবাব।।