কাঁপিয়ে দিলো বিশ্বের বুকে হাসে অবুঝ শিশু;
আমরা করছি বিশ্বটা জয় শহীদ প্রাণের ইসু।
ঘুমিয়ে আছে লক্ষ্য বীরের ওগো মুক্তি সেনা,
হইব মোরা বিশ্ব জয়ী শোধরাব হে দেনা।
  
বিশ্বের বুকে মাথা উচাই জানায় আজি সেলাম;
তোমারি সেই দাবাল ছেলে করে বিশ্ব সে নাম।
আজযে কত জোয়ার উঠে আজযে কত নাম,
আজযে আরই নাইরে কিছু বাংলারি সমান।


আজ খুশিতে ফুলযে হাসে সবুজ হাসে জুড়ে,
সেই কলনি নদীতে আজ জোয়ারে ফুর ফুরে।
এই বাংলারি সুর যে আছে ছন্দ আছে জুড়,
সেই সুরেতে বিদেশে গেলে মনে হয় সুদূর।


সবুজ ঘেরা মাঠের ছবি নদীর মাতা দেশ!
ফুলে ফলে বৃক্ষ কুলে আচমকাই বেশ।
বিশ্ব কোলের পতাকা তুলে উচিয়ে রাখে দেশ,
থামায় কেরে জয়ের হাসি বাহুবলের রেশ।
ও আমার সোনার বাংলাদেশ
সোনার ছেলে ভাসছে ভালো দেশের প্রতি টান;
বিশ্ব জয়ে থাবরে আনে শ্রমে ফলের ভান।
ও আমার সোনার বাংলাদেশ।