সবুজের হাঁসি মিশে আছে মুখে তোমার
মনের কালিতে সাদা কাগজের লেখাটি
ধীরে ধীরে আমি সেখানে লিখেছি তোমায়
চোখের পাথারে ভাসে মুখ যার পুরোটা।


চাঁদের উঠুনে দেখনি চাঁদের নজর
তারচেয়ে বেশি এতো ভালো লাগে কেনো,
তোমার মুখের সেই সুন্দর-অপরুপ
সহস্র যুগ তাকিয়ে রয়েছি যেন।


তোমার চোখের কাজল হতাম যদি
চোখের কোনায় ছলছল করতাম,
হয়তো হতাম কপালের কালো টিপ
কপালের কোলে আমি ভেসে থাকতাম।


তোমার মুখের দুয়ারের ভাঁজে ফোঁটা
তুমি যেন ফোঁটা একটি গোলাপ ফুল,
হৃদয়ের ঘরে সুখের পূর্বাভাস
গাছের লতানো ফুল যেন কানে দুল।