গদ্য ছন্দে বিরোধী হয়েছি
কবিতাকে নিয়ে কবিতার ঘরে,
করি না পালন ভুলে একদিন
নেইনি এখনো কভু সকাতরে।


গদ্য ছন্দ রবী ঠাকুরের
একটি সৃষ্টি ঠেকিয়ে আসরে,
আমিতো পারিনা এভাবে মারতে
বিধান ডুবাতে কবিতার ঘাড়ে।


নতুন কিছুর সৃষ্টির পথে
কবিতা যখন আইন শাসনে,
আইন ভঙ্গ শৃঙ্খলা ছাড়া
কোনো সুর নাই লেখার আসনে।