আমরা গরিব বলে আমাদের আর স্বাদ নাই
আমরা গরিব বলে ভালো থাকা নেই আর
আমাদের স্বপ্ন গুলো একা জ্বলে ওঠে দূরে
দূর আকাশের নীল শেষে আকাশ টা ফাঁক করে


সন্ধ্যার তাঁরার মত খসে পড়ে স্বপ্ন গুলো কভু
বুঝতে ও পারিনা তা কখন ঝরে পড়বে
কখন ঝরবে আর কখন‌ বেঁচে থাকবে স্বপ্ন
এভাবে চলতে থাকে ‌‌‌আমাদের কুটিঘরে।