আশেপাশে শুধু বাঘ ভাল্লুক ডাকে
সেই সুর নিয়ে এখানে সেখানে পাড়া ডাকে কাক!
বাঘ থাকে বনে এরা থাকে ঘরে
বাঘের মতোন হিংস্র মানব যেন একঝাঁক।


আড়ালে রয়েছে আসল চেহারা
ইমানের কাঁটা দেখায় সঠিক মাপা,
মানুষকে বোকা বানিয়ে চলছে
পশু বুকে নিয়ে ভেতরে নকশা ছাপা।


হারু মারু রিসাদ সিয়াদ
অহেলী জাহেলি নারি,
ওত পেতে আছে ভেজা দেবদাসে
মানুষের ক্ষতি করে যায় বাহাদুরি।


দূর্বল বলে লোভ হিংসায়
হয়ে গেছে দিশেহারা,
এই যেন এক বাঘের স্বভাব
কেবা আছে তারা ছাড়া।


তাদের দেখলে মনেহয় যেন
মনেহয় বন বাঘ,
ক্ষুধা পেলে তার ধরবে খামচে
হিংস্র পশুর ডাক।