পাওয়াটা এত সহজ কিছু না
সবচেয়ে বেশি হারানোর ভয়,
হারিয়ে ফেলেছি কত শতবার
তবুও তোমায় হারাতে না হয়।


এ মন চায় না হারাবো তোমায়
রাজকুমারীর রাজ্যে চাইনা,
আমি শুধু চাই রাজকন্যাকে
এরচেয়ে বেশি লাগেই কি বলো?


আকাশ চন্দ্র নদী সমুদ্র
সবকিছু এক লাগে আবছায়া
সবই তুচ্ছ অনার্থ ধন
রাজকুমারীর পায়ের কাছেই।


আমি আছি রবো আগলে আমায়
তোমার বারান্দায়,
অযোগ্য এক ছেলেটার মত
এ কথা বুঝানো দায়।


আমি চাইনা যে ফাগুনের সুর
আমি চাইনা যে বর্ষা- ঋতু,
সকল কঠিনে তবুও যে চাই
চাইনা হারাতে তোমায়-মিতু।