তোমাকে হারিয়ে ফেলা নিতান্ত সম্ভব নয়
তবুও সময় এসে করায় দাঁড় দেয়ালে,
পিঠে হেলান দিয়ে আকাশের খুব দেখি
এত সঞ্চিত আবেগ ধুলিসাৎ করে খেয়ালে।


আমার শরীরে হাতে ইচ্ছে করে রেখে দেই
দখলে নেওয়া এক যেন ভুখন্ড প্রসাদ!
এখানে পিছিয়ে আছি বিলম্ব যানের মত
মনের উঠুন থেকে বুঝানো কঠিন স্বাদ।


ঈশ্বর পারে এমন মানুষের সাধ্যে হীন
অসম্ভব কে সম্ভব করাই সহজ সাধ্য,
আমি তো তারই সৃষ্টি আরেক সৃষ্টির মত
আমি নয় কভু তার জানি হুকুমে অবাধ্য।


শক্তিহীন সূর্য হয়ে মেঘাচ্ছন্ন করে মন
আলোর জ্বালানো চেষ্টা একটা প্রদীপ থেকে
পৃথিবীর খরকুটো জুগিয়ে জুগিয়ে জুড়ি
মনের মিছিলে আমি তবু রেখেছি আগলে।