ওগো আজি নবীন জাতি জানো নাকি দেশের কথা?
রক্ত দিয়ে প্রাণ ঝরিয়ে পেয়েছি যে এ সবুজ দেশ।
ত্যাগের সাথে রণবীরে লড়ছে সকল বীরের সেনা,
সেই শহিদের কতো মূল্য জল সমুদয় থাকে দেনা।
কৃষক মজুর চাকরিজীবী তরে তরে ঝাঁপিয়ে পড়ে,
স্বদেশটাকে করল তবে আজকে যেন সবার তরে।
লাখো লাখো বীর শহিদে ঝাঁপিয়ে পড়ে দেশের তরে
ভাই হারিয়ে বোন হারিয়ে কত স্বজন নিলো ও রে।
রক্ত ঘামে কুস্তি হলো বাঙালিদের এক জীবন পণ।
দেশের তরে মহা নায়ক ডাক দিল যে মুক্তির মন।