হিংসুকের মুখ গুলা বৃক্ষের করাত
গোড়া কাটে শাখা কাটে কেটেছে অন্তর,
মনেহয় কেটে করে মরুর প্রভাত
মুছেছে সবুজ শোভা করেছে মন্থর।


অনেক সুরতে তার দেখেছি তাণ্ডব
ঘুনপোকা হয়ে কাটে বাড়ির আবাস,
তাদের সাথে রয়েছে যে পঞ্চ পাণ্ডব
এদের সাথে আমার আজ বসবাস।


মুখ যে এত ধারালা  পিছে ফেলে ক্ষুর
কুচক্রের এত গতি বাতাসের পায়,
করে সভ্যতা দূষণ যায় বহুদূর
মজুলুম হয়ে মন তা ধিক্কা জানায়।