চলে যাবে যাও ভুলবনা কভু!
দেখা হইবে আবার ভাবি নাতো তবু।
তুমিত তোমার মত তাই চলে গেছ,
ভাঙিতে এসো আবার হৃদয়ের স্পর্শ।


কতো বছরের ব্যাথা জমা হবে যত,
বরফের মত মন, গলে যদি তত।
ক্ষমা যদি নাহি পাই নাহি যদি করি!
ভুল করে ফের যেন নাহি ভুল করি।


জলের আকার যদি মেঘ হয়ে উড়ে,
বৃষ্টি হয়ে নামে কিছু ধরনীর তরে।
তবু যেন মেঘ জল মিলেনা আকাঁরে।
সেই দিন সেইদিন খুজোঁনা আমারে।



-মুসা