আমার দেশের মুখ গুলি ভাই বেবাক মেলায় চিত্র,
দেখার বাহিরে আছে ভিন্নতা হরদম আছে মনে,
সবার সামনে সাধু হয়ে যায় গলা গলিতেই মিত্র
পেছনে দাঁড়িয়ে আনে ছিন্ন তা বদনাম লয় ক্ষণে।


উন্নত হতে পরকে ঠেকায় সুযোগ ‍যদি বা আসে
দুর্বল হলে আর কথা নেই মারে লাথি চড় বুকে,
নিজের সুখেই ভাবে বড় সুখ দরকার যত পাশে
পর সম্মানে মারে চুলো ছাই ছুড়ে মারে তার মুখে।


বেঁচে থাকা কালে ,নাই কোনো খোঁজ এরপর দেখি কাণ্ড,
কেউ করে নাই মুখে প্রশংসা মরলে জানালো সাধুবাদ
কেউ দেয় নাই দশ টাকা খেতে মরলে দিয়েছে ভাণ্ড
এদের মুখটা চেনে নাও আজ কতটুকু হলো প্রতিবাদ।


অনেক রকম মানুষ রে ভাই আমার দেশের মেলে
টাকা ওয়ালা রে দেয় সম্মান অর্থ হীন কে ধমক,
অর্থ হীন কে ভাবে তুচ্ছতা চোখ খাঁটো করে দেখে
অর্থশালী কে সালাম কালামে করায় খাতিরে চমক।