হরেক রকম মানুষ মেলায় দু পা ফেলি যেই,
দেখলে লাগায় নবাব স্বভাব কথায় হারাই খেই.........।


বোকার শহরে বাস করি নাই বোকা নিয়া থাকি,
লাল দালনকে হাইকোর্ট বলে চোখকে করায় ফাঁকি।


কারো কথা খুব তিতা লাগে ভাই, কারো লাগে মিঠা,
কেউ যেন তার কথার ঠ্যালায় খালি করে ভিটা।


চলতি পথের চলার সময় কেউ ধরে টেনে পিছু
দেবেনা আমাকে উপরে উঠতে সে যে বড় আজ নীচু।


কেউ যেন আর সাহস জানায় পারবা বলেই কয়,
কেউ কেউ যেন কুরটনা নিয়া জেলাস করেই রয়।


নিজকে অনেক বড় করতেই পরকে ফেলায় তলে,
নিজ চরকার তেল দিবে তাই পরেচ্জ ফেলায় জলে।