বিষণ্ণতায় মন
মুসা ইসলাম শু...


অভাব বলে আমারে, তুই তাড়িত করলি।
এই জগতের হাত,কতো দূরত্ব করলি।
মন বলে দেরে তুই,ভোগ বলে অন্য আন!
দুই পায় হেঁটে যাই,হাটু করে পিছুটান।।
দেহের রুজির সম,ভরসানে অধ্যাপকে,
দেহের নেইরে রঙ ধুসরে কুয়াশা আঁকে।
মনের ভেতরে এক যুদ্ধের কথা না বলা
জীবন যুদ্ধে পিছপা নীরবতে কন্ঠশলা।
সবুজের গাছপালা আমার চোখে পড়েনা,
চারদিকের স্বর্গীয়  অপলকে যে দেখিনা।
সাজিয়ে রেখেছে ধরা আমার চৈত্রের খরা,
যেখানে রেখেছি হাত সেখানে মনে ধরেনা।
অভাব তুই আমারে কেন করলি হতাশ,
যেখানে করেছি মনে করেছি স্বপ্নের চাষ,
যাহা চাই নাহি পাই এই মনের আভাস?
অভাব শুধু খাদ্যের মোর কে? বলেছে দাস,
অভাব রয়েছে মিষ্টি প্রেমিকের ইতিহাস।