জঙ্গল থেকে আসছে/ এক জনগোষ্ঠী/ অদ্ভুত মুখের ভাষা
মস্তষ্ক বিকৃত যেন/ পাগল ছাগল/ ঘুরে বেড়ায় সমাজে,
বস্তির থেকে বেরিয়ে/ শিক্ষা দীক্ষা ছাড়া/ অনুগামী সর্বক্ষেত্র
এদের থেকে বাঁচাতে/ হ্যামিলিউনের /বাঁশি ওয়ালাকে খুঁজি।


বাংলার দোরে সম্ভব/ চোরের একতা/ একজোট হয়ে থাকা
মুখে ভালো কথা বলে / কাজে শয়তানি/ দেহটা নষ্টে নির্মাণ
বাংলার কুকুর দেখো?/ কেমন স্বভাব/ তারচেয়ে মানুষের।
যত হিংস্র রূপরেখা/ দেখবে আড়ালে/ হার না মানা বুদ্ধির।


অনেক রকম লোক/পৃথিবীর বুকে/ দেখতে পাওয়া যায়
পার্থক্য রয়েছে যেন / আকাশ পাতাল/ চিন্তা চেতনার কাছে
দিনশেষে শয়তান/ একজোট হয়/ লেজ গোঁজার কুকুরে
যেভাবে হয়েছে এক/ আশ্বিন মাসের/ পাগলা কুত্তার মত


সমাজে অনেক আছে/ ভদ্রের সমাজ/ দেখায় উত্তম কেউ
যখন মাথাটা বিগ্রে / আসল চরিত্র/ ঢেউ তুলে যায় মুখে
এই মানুষের ছবি/ নাকি অভিশপ্ত/ একদল জনগোষ্ঠী।
নম্র ভদ্রতা যখন / ভালো আচরণ/ বিচরণ হয়ে যায়
বনের পাখি একদা/ কাছে ঘেঁষে রয়/ মানুষের আশেপাশে।


তুমি মিশতে পারোনি?/ নাকি আচরণ/ ময়লা পচার গন্ধে
তোমার থেকে সরতে/ পথে বেড়া দেয়/তোমাকে করছে ভয়
যদি উত্তম হইতে/ তুমি হয়ে যেতে/ সবচেয়ে সেরা বন্ধু
তোমাকে করছে ভয়/ মানুষ নয়তো/ কবে মানুষ হবেন?