কাউকে লাগছে ভালো এটা ভুল নয়!
সস্তায় মেশতে থাকা; হতে পারে ভুল,
মনের দুয়ারে যদি কেউ দেয় উঁকি
একক চাহনি দিয়ে রাখতে ব্যাকুল।


হয়তো প্রীতির ছোঁয়া করে লেনদেন
অবুঝ মনের ঘরে এলো মেহমান,
নির্বাসন দিবে নাকি করবে প্রস্থান
ইতিহাস হবে নাকি প্রত্যাশার টান।


পুরুষ, নারীর কভু- বন্ধু হয় নাকি?
আকৃষ্ট হবে অজান্তে বিপরীত কুল,
মনের ব্যক্ত এমন তাদের চাপানো
হতে পারে না বন্ধুত্ব; জনম ব্যাকুল।


অনেক নারীর সাথে বন্ধু করে আছে
সস্তার মন কখনো উত্তম হয়না,
অনেক ছেলের সাথে বন্ধু করে আছে
সস্তার অবস্থা থেকে আপন রয়না


নিজের আত্মবিশ্বাসে নিজে চলো ভাই
তাতে যদি ঠকে কেউ; যুদ্ধ করা যায়
অন্যের উৎসাহ নিয়ে পড়ে হতাশায়
দিন শেষে কষ্ট এসে হয়েছে অধ্যায়।


কেউকে পছন্দ করা ভুল কিছু নয়
যদি বা থাকে মেয়ের ছেলে বন্ধু তবে,
সাপকে বিশ্বাস করো শুধু তাকে নয়
উত্তম মানুষ বলা শুধু ভুল হবে।


অনেক ডোবা মনেই এক ধরে নাকো
এক স্থানে পরে নেই মনের উঠান,
কাকে ছেড়ে কাকে ধরি; অবশেষ শূন্য
মনের ভিটায় চুপ! থাকছে স্লোগান।