আজকে তোমায় না হারালে হায়! বুকটা যাইতে ভরে,
এতদিন এক উন্নত দেশ হয়ে যেতো তবে পরে।
গরিব দুঃখীর ‍দুঃখ বোঝার  একটা মানুষ যিনি,
ভুলবো না আর  কেউ কোনদিন তোমার কাছেই ঋণী।


যদি থাকতেন বঙ্গ দুয়ারে বদলে যাইতে একটি হুকুমে,
গোছিয়ে আকাশ গোছানো সবুজ মিলন হতোনা লুকুমে।
অন্যায় কারী হতো চূরমার সত্য উঠতে ভেসে,
ঘুষ খুরি যার ‍দুর্নীতি জোর সবকটা যেতো ফেঁসে।


দেশের আকাশে মেঘ দেখে আজ তোমায় করছি মনে,
ডাকি আল্লাহ দাও রক্ষক তুফান আসার ক্ষণে।
দুয়ারে দুয়ারে জন অধিকার হয়রে যখন খণ্ড,
থাকলে মুজিব সব কালো হাত করতে লন্ডভন্ড।