জাতি ভেদে ভাগ হয়ে হিংসায় জ্বলে
দিনে দিনে মানুষ্য যায় পদতলে।
সনাতান, মুসলিম দুই দলে ভাগ,
রেষারেষি বদনামে করে ঢোল ঢাক।


একদলে খুন করে দেয় মারহাবা,
মানুষ্য ভুলে যায় আনে পশু থাবা।
একদেশে খুন করে কোন এক জাতে,
হাছামিছা ধার নেই খুশি মনে মাতে।


বিবেকটা ঘুণপোকা খেয়ে দিল শেষ,
এই নিয়ে পৃথিবীর ভালো পরিবেশ।
ইহুদি ও মুসলিম নেই একসাথ,
করে নেয় অন্যায়ে যে পক্ষপাত।


বিশ্বাসে অবিচল মিলেমিশে রবো,
সুখদুখ একসাথে ভাগ করে নেবো
সেইখানে ইহুদির জাতিদের লাগি,
এককেই রষ্টের উঠে পড়ে জাগি।


অন্যের জায়গাটা লুটে নিলো বলে,
নিরীহকে খুন করে সাধু দাবি তোলে।
যেখানেই আমাদের মিলেমিশে থাকি,
মানুষ্য জাতি আজ পরিচয় রাখি।


উগ্রের পক্ষে কি মানবতা থাকে,
যারা আছে সবগুলো ভুয়া মুখ রাখে।


পৃথিবীর কোন খানে হিন্দুর ঘরে,
কেউ যদি ব্যথা দেয় রুখে দেব তারে।
ইহুদির অপমান করে কেউ এনে,
বিচারের মুখোমুখি দেব তারে টেনে।
খ্রিষ্টান জাতিদের সমধিকারে,
সুযোগের সমতায় নিয়ে যাবে তারে!


সব জাতি নিরাপদে পৃথিবীর বুকে,
বসবাস করে যাবে যেন হাসিমুখে।
অন্যায় কারীদের ধর্ম তো নাই,
সমতায় অপরাধী যদি দেয় ঠাঁই।