হাজার বছর পরে, একজন জন্মে -আঁধারে প্রদীপ হাতে
ডুবে যাওয়া আঁধারে, জনগোষ্ঠী কাছে দুয়ারে নাড়ছে কড়া,
দুঃখিত গোষ্ঠীর কাছে, দুর্দশাগ্রস্ত- নিত্য মুনাজাতে থেকে
ভূপৃষ্ঠে এসে দাঁড়ায় গোষ্ঠিকে বাঁচাতে গর্জনে দেয় ইশারা।


বহুদিন বন্ধ ছিল, বাঙালি জাতির নিজ অধিকার টুকু
কৃষক ন্যায্য পাওনা আদায়ে ছিলো না চুপ দাবির সম্মুখে,
চাকরি বেলায় ছিল বৈষম্য কোটায় পাকিস্তান নীতিমালা
দুর্নীতি ঘুষ খাওয়া নিত্য আবর্জনা এলো পরিষ্কার মুখে।


মুসলিম লক্ষ নবী এসেছিল বুকে পথ হারানো গোষ্ঠীর
হিন্দু গোষ্ঠীতে এসেছে রাম মোহন জি সতীদাহ প্রথা বন্ধে,
খ্রীষ্টান গোষ্ঠীর কাছে এসেছিলো জীশু সঠিক রাস্তা দেখাতে
অসহায় জনতার কাছে হয়েছিল বাঁচার নতুন ছন্দে।


আমাদের ছোট বুকে এসেছিলো সেই মহান মানুষ
বাঙালি জাতির জন্য এসেছিলো প্রিয় মুখ বঙ্গবন্ধু!
বুকে কৃষক শ্রমিক দুর্গতি চলন্ত কষ্টের কান্না শুনছে
অসহায় জনগোষ্ঠী দুয়ারে এলেন ডাক দিলেন সংগ্রামে।


এবারে সংগ্রাম ওই এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
পরাধীন জেগে উঠে অগণিত প্রাণে রক্ত মাখা বঙ্গ ভূমি,
নয় মাস পর এলো, দেশে স্বাধীনতা আমার সোনার বাংলা
চিরদিন জাতিগোষ্ঠী নিজ পরিচয় আপন করে পেলাম ।