আজ শ্রমিক দিবস ( মে ডে)


শ্রমিকের কর্ম নাই, আজ চাল নাই ঘরে
অনাহারি সন্তানদ্বি কাঁদে খুদার জ্বালায়,
তাদের চিৎকার কেহু শোনার শুনিতে পেলা
খুদার মাতম বেষ্টু গড়ে সকাল সন্ধ্যায়।


দুবেলা বদলে যেতু যারা একবেলা খায়
দুর্যোগ নিয়তী হলো  রুক্ষ শ্রমিকের ঘরে,
একবেলা বন্ধ হলো আনা রুজির জোগাড়
শ্রমিকের দুঃখতাপ কেবা বুঝিবার পারে।


নুন আনিতে যে ঘরে হেথা পান্তা যায় ফুরে
তারি মাঝে কর্মহীন যেন থাকে বসা ঘর
করুন দৃষ্ট চক্ষুরি ফিরে কেবাই তাকায়
শ্রমিকের কাচাঘরে আজ সংকটা আসর।


আমরা যারা সংসার চলি মোটামুটি থাকি
তারা দৈনিক করায় ঘরে আহারে হিসেব
কতদিন পরে যেন ঘরে ফুরে যায় চাল
যদি না ধরায় চুলা রবে অনাহারি হেব।
-মুসা