অপদার্থ হয়ে আছি আকাশের তলে
নিত্য চুবানি খেয়েছি ময়লার জলে,
বিরক্ত হয়ে থেকেছি মানুষের মধ্যে
শুনেও শুনিনি কথা মানুষ যা বলে।


দেখতে দেখেতে খুঁজে চিন্তার সংবাদ
জ্বলতে জ্বলতে হাতে লিখেছে কয়লা,
ডুবতে ডুবতে জলে লিখেছে সাঁতার
নোংরা দেহ প্রাণে কেউ লিখেছে ময়লা।


লেখক করছে সৃষ্টি দেখার সুযোগে
নারীর সুন্দর দেখে পেয়েছে লাইন,
প্রকৃতি সুন্দর দেখে গেয়েছে সংগীত
অন্যায় দেখে পেয়েছে বিদ্রোহী আইন।


আমি দুঃখের সহিত ভরাডুবি করি
ঠাট্রার সহিত আমি গড়াগড়ি করি,
হেলার সহিত আমি করি মেলামেশা
বর্ণচোরা পৃষ্ঠ থেকে ভেঙে চূরে পরি।