মৃত্যুর সাথে লড়াই করেই
তবে বেঁচে আছি দারুণ,
অবুঝ বয়সে মরণের থাবা
চাপিয়েছে সেই হারুন।
জলজ্যান্ত কী! দুর্ধর্ষ সেই!
লোকটা যে বেঁচে আছে,
এই পৃথিবীতে দাবিয়ে বেড়ায়
ফুরফুরে যায় হেসে।
এই মাটি তারে হাঁটতে কি দেয়
কিতাবের বানী খুঁজি,
ধর্মের কল বাতাসে নড়ে না
বিবেক ঘুমায় বুঝি।
ষড়যন্ত্রের আজও লিপ্তে
কলকাঠি নেড়ে যায়,
এই পৃথিবীর মসনদ নাকি
ওদের দখল হায়?
এই দানবটা আর সহযোগি
যেই সমাজের ধারে,
যেই লোকজন সঙ্গ দিয়েছে
তেমনি স্বভাব ঘারে।
একদিন তার বিপদ হটিয়ে
মুক্ত করেছি আমি,
বিনিময়ে যেন জীবন নাশের
প্রতিদান নিয়ে থামি।