জীবন তো কোনো সিনেমা নয়
নয় কোনো কাব্য একথা ভাববো
সবশেষে হয় কী জীবনের জয়......


নাটকের দৃশ্যে চোখ ধাঁধা শীর্ষ
চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়...
সাজানো কাহিনী চলে জোয়ারে
নির্মাতা ঘটনা এগিয়ে নেয়
জীবন তো আর এমন নয়


উপন্যাস গল্প যা শোনা অল্প
জীবনের সাথে কতটুকু মিলে
জীবনের ঘটনা কতখানি শোনা
সবকিছু হিসাব কতটুকু নিলে...
ক্ষয়ে ক্ষয়ে বয়ে যায় দুটি পাতা
ঝরে যায়,
গগন বিদা চিতকার
দুটি চোখ বয়ে যায়
কত সত্য মিথ্যার আড়ালে চিরদিন
হয়েছে সদয়.......