এমন একটা ছেলে হওগো হাজার ছেলেই দেখবে,
তোমার মত হতে চাইবে তোমার স্টাইল শেখবে।
এমন একটা মেয়ে হওগো হাজার মেয়েই দেখবে,
তোমার মত হতে চাইবে তোমার স্টাইল শেখবে।


এমন তুমি হয়ো না গো লোকে খারাপ কয়,
লোক লজ্জার বাহিরেতে যেতে করে ভয়।
এমন একটি মেয়ে হওগা মুখে ছড়ায় সুনাম,
তোমার নামে পুষ্প ছাড়ায় তোমার কত-নাম।


এমন ছেলে হওগো তুমি এমন বাগান গড়ো,
সেই বাগানে সকল জাতি ঘুরতে পারে তরো
এমন চড়ন করোনা পায় নিজ হারিয়ে যাবে,
মানুষ বড়ো স্বার্থ পর ভাই ধিক্কাতে জড়াবে।
জীবন বড় কঠিন পথের লড়াই করতে হয়,
বিপদ কালো বন্ধু মিছে পাইবে না সদয়।


এমন একটি জীবন গড়ো বিশ্ব সুনাম হয়,
তোমার পথে চলার জন্য  নিজে চেষ্টায় রয়।
ভালো কাজের নিন্দা করার বাজে মানুষ কত
মন্দ পথে হয়না কভু জীবন পথের ক্ষত।


যেই ছেলেটি বিশ্বের বুকে করে নিলো জয়,
পারলে তুমি সাহস দিবা তোমার কাছের দ্বয়
বিশ্ব জয়ী হতে পারে তোমার প্রতিবেশী,
ভুলে যাওগো হিংসা বিদ্বেষ মনে দ্বেষি।
যেই মেয়টি বিশ্ব জয়ী তোমার মত ছিল
আজ সেখানে কত উচ্চ যায়গা করে নিল।