তুমি কি আমার শহরে বাস করো
আমি যেভাবে চামু সেভাবেই হবে।
অযথা আমার শহুরে সাইলেন্ট
বাজিয়ে লাভ কি?
তোমার টুনটান টিউন শব্দ আমাকে
স্বপ্ন জাগিয়ে, আবার স্বপ্নের মৃত্যু ঘটায়।


আমি নতুন পথিক খুঁজে পাচ্ছি,
ঠিক তোমার মতো,
পাই ঠিকই মন বসাতে পারছিনা ।
আমাকে এতো বড় শাস্তি দিলে কেন,
অথচ এই শাস্তি টুকুর বিনিময়ে
চেয়েছিলাম ভালবাসা ।


আমি তো অজ্ঞ আমি পুরোহিত আমার মুল্য
তোমার কাছে ঝাল মুড়ির ঠোঙা কাগজ।
তোমার একসময়ের , সেই রঙিন কাগজটি
কুড়িয়ে গুদাম ঘর থেকে ঝাল মুড়ি ওয়ালায়
বানিয়েছে ঢোঙা কাগজ, সেটি ছিল আমার
দেয়া প্রেম পত্র,
এখন হাজার মাটির পার চটা খাচ্ছে  নিচে ।