আমার ভেতর যা করি না যোগ
সে করেছে দেখি ত্যক্তে বিয়োগ
একাকি যখন পথ ফেরা বাড়ি
সঙ্গী হয়েছে চিন্তার শোক।


যখন ভিতরে আছে কোনো লোক
খুঁজে দেখি তার আচরণ রোগ,
চেতনায় এত উদাসীন মুখ
ভিত্তিহীনে সে অসাধারণ লোক।


এইভাবে যোগ বিয়োগের পরি
সত্য কথায় বিষণ্ণে হয়,
খাইছি লাথিটা চৌদ্দ গুষ্টি
এই সম্পর্ক নাটকেই হয়।