মাটির প্রাচীর এই ভেঙে পরে বাদলের আগমনে,
ঢিলা চাক গুলো গলে গলে গেলো
চলে জলঘোলা
পথে ক্ষণে ক্ষণে।


একি কান্নার সুর মনেহয়
মারামারি লেগে গেলো বৃষ্টির গায়,
টিনের চালের রুনু ঝুনু আহা দুপুর
শোনায়!


ব্যাঙের ঘুমিয়ে থাকা আর নয়
হিমেল হাওয়া চুপ-চাপি আর নয়,
মাঠ ভারী জলে শেওলার ক্ষুধা
নেই নয়ছয়।


জলের তলাতে ডুবেই গিয়েছে
মাটির দেয়ালে এপিঠের দেহ,
দখল করেছে জলের শাসন
বর্ষার দিনে বর্ষাকে গেয়ো।


জলের শাসনে অবরোধ হলো
এই চলা দিক আর পথেঘাটে,
ক্ষণে ক্ষণে ওই জল ছিটিয়েই
তাড়িয়ে দিচ্ছে পথে আর মাঠে।


জলের ক্ষমতা আকাশের কাছে
ইজারা নিয়েছে যত নদী নালা ,
জলের শাসন নেই প্রতিরোধ
এই প্রকৃতির নতুন শাসনে ।