অপেক্ষিত দিনক্ষণে কারো কাটেনা সময়
হৃদয় স্রোতের গতি আজ মেলেনা সুদূর,
ক্ষণিকের ভালবাসা আজ প্রতিটি মনের
চলে না অনন্ত পথ  হয় নাত বহু দূর।


বেশিরভাগ হৃদয় আজ ভাঙা ভাঙা মন
ক্ষত বিক্ষত হৃদয় যেনো অদৃশ্য অন্তর,
সভ্যতা মুক্তি দিয়েছে দূর দূরের রাস্তাকে
অবিশ্বাসে ভরে গেছে সব হৃদয় বন্দর ।


বসে থাকার দিনটি কারো কভু আর নাই
কারো জন্য বসে থাকা সেইদিন আর নাই,
হৃদয় প্রাচীর নাই নির্দিষ্ট কারো দুয়ার
কারো প্রেমের আগুনে আজ হয় নাকো ছাই।


প্রযুক্তি দিয়েছে তার কত কাছাকাছি এনে
তাকে রেখে বহু মনে মুক্তে বহুতে হারাই!
আসল মানুষ পেতে আসল ছাড়িয়ে যাই
ডালে ডালে পাখি হয়ে নকলেই ডুবে যাই
#মুসা