এক পরিবারে এক জুলুমের শোনাব দুইটা কথা
মনোযোগ যদি দেন কিছু তার চোখ ভাসবেই জলে,
পড়াশোনা তার চতুর্থ শ্রেণি কথায় বিশ্ব জ্ঞানী
সমস্যা তার এখনো বলিনি শোনেন একটু হলে।


মায়ের বাড়ির তরকা টুকুই দিলো বেচা অবশেষ,
তারপরে ওই গিয়েছে চলেই কাজের লাগি বিদেশ।
বাড়িতে কখনো দেয়নি কখনো খরচে বাবদ টাকা
যা কিছু দিতো নিজ দরকারে স্বার্থ বৃত্ত আঁকা।


যেই মার ওই জমিন বেচলো নেয়নি সঠিক খোঁজ
ওষুধের তরে না খেয়ে অসুখে প্রাণ গেছে তার চলে,
ছোট ভাইয়েটা খায় কেন ঘরে তায় দিতেইনা চাল,
তাইতো মায়ের বিশ্বাস ভাঙে এই আচরণ ছলে।


একদিন সেই হার্টের রোগী হয়ে গেছে তবে ভাই,
ধরা খেয়ে তার ডাক্তার খানা চার বছরের সে নাই।
বাড়ির জমির এইবার তার পড়েছে ভীষণ লোভ
জমির জন্য গলায় ধরেছে ছুড়ি ভাড়া লোকে তাই।


এখনো বলিনি জুলুমের কথা আসল একটা বাকি
সাথে ছিল তার মাসতুতো লোক বড় ভাইয়ের ভাবি
বাড়ির ভেতরে নাটকের খেলা চলে দিন রাত ভর
কেমনে তুলবে লুটেপুটে খেয়ে সংসার নেবে চাবি।


মায় থাকতেই মাডার খুনের আসামি হয়েছে সেযে
তারপরে তার নিয়েছেই জেলে কেউ এলোনা বিপদে
অর্থ জন্য জামিন হয়না পাইনা অর্থ কারোই কাছে
মানুষের দোরে চাই সাহায্য আত্নীয় পদে পদে।


মায় বলে তুই আনরে ছুটিয়ে পরাণ ছটায় মোর ,
পড়াশোনা তোরে চাকরি বেলায় এগিয়ে আসবে কেরে
আমি তখনই মেট্রিক দেই পরীক্ষা চলে এলো
পড়াশোনা ছেড়ে জামিনের লাগি উঠেপড়ে লাগি হেরে।


আনার পরেই পাঠাই বিদেশ পড়াশোনা গেছি ঝরে
আমার বন্ধু কলেজেতে পড়ে আমি স্কুলেই আছি ঘরে,
বিদেশ যাবার পর থেকে আর নেয়নি আমার খোঁজ
উন্নত দেশে গিয়েছে বলেই ভুলেছে সে আমাগোরে।


তারপর তার টাকা পয়সার এখন অভাব নাই
দশের বন্ধু এখন পিছনে শত্রুরা হলো ভাই ,
নামকড়া যত নেতা মোস্তান এখন তারাই কাছে
নাটক তৈরি করেই চলছে খুঁজি রক্ষা উপাই।


বিদেশের বাড়ি যাওয়ার পর শিক্ষায় করি শুরু
নাটক সাজিয়ে তার ভাবি মিলে ভেঙে দিল সেই পথ
জায়গা জমির লুটেপুটে খেতে আমাকে করছে হেয়
আমি যেন এই বাড়ি ছেড়ে যাই নাটকের অবিরত।



অসমাপ্ত