পড়ি মন্ত্রর কাঁপে অন্তর খটখটে করে দরজা
পালিয়েই যাই টাকা হাতে নাই হয়ে গেছে সব খরচা।
লাল লাল চোখ বিষাক্ত লালা চাঁপা পরিবেশে পোক্ত,
নিজের বানানো পড়েই চশমা হাঁট সে পাঁচে ওয়াক্ত।


নামাজ ও পড়ে রোজাও রেখেছে কাজ কামে শয়তানি,
ঈমানীর হাতে থাকে নিরাপদ আমরা সকলে জানি।


ওরে শয়তানি আল্লায় ধোঁকা দিয়ে যাস কোথা থেকে
আল্লায় কিরে বুঝেনা চালাকি চলেছ  বুদ্ধি মেখে।


আকাশ কাঁপিয়ে চিতকার করি কান হয়ে যায় বন্ধ
জুলুমের থেকে বাঁচাও আল্লা জুলুমের পাই গন্ধ।


একবার নয় দুই বার নয় বার বার খাই আঘাত
আমিতো চাইনি রাতারাতি করি দু মিলে সংঘাত।


জিকির করছি আল্লা ডাকছি মাবুদ দেখগো আশ্রয়,
আর কতকাল শুনবে এখনো জুলুম কারীর জয়।
যার তরে আমি দিয়েছি মুক্তি সে আজ করে আঘাত,
তার তরে ওই মিলে শকুনের হাজার জাতের পাত।