কুকুরের দলে মিলিত কুকুর জাত মিলে মিশে রয়,
তাদের কর্মে চলে উচ্ছাস যদি হয়েছেই জয়।
শকুনের দল থাকে একসাথে চায় সব গোরু মরূক,
পেটের জুলিতে গোরুর মাংস পুরোপুরি মত ভরুক।


বাঘের গুষ্টি শিকারে হরিণ খাপ পেতে থাকে তায়,
খাপটি মেরেই যদি পায় কাছে ছিঁড়ে ছিঁড়ে দেহ খায়।


মানুষের দেহে হিংস্র রক্তে যখন জোয়ার আসে,
সাম্য হারিয়ে রাস্তা জুড়েই খুনের রক্ত ভাসে।
অনেক মানুষ রয়েছ এমন জানোয়ারি আচরণ
ডুবে ডুবে থাকে সুযোগ পাইলে তলে হয় বিচরণ।


হিংস্র প্রাণীর স্বভাব যাদের মানুষ কখনো নয়,
লোভের স্বা্থে ভুল করে নারে বিবেকের হতে ক্ষয়।
কিছু কিছু মেকি ভণডোরা আছে চালাকির নেয় বুদ্ধি
এখানে খারাপ অন্য খানেই করছে আত্মশুদ্ধি।