কিছু স্বাভাবিক  হয়েছে অলিক পথ চলা দায়
চারদিকে শুধু অসুখের ভয় যাইব কোথায়,
স্বার্থের ভাগে ঘটে কমবেশী দেহে চাপে ভুত
মানুষে মানুষে করেছে দ্বন্দ্ব দশচোরে জুত।


বলার ভাষাটা হয়ে গেছে মিছে পিপাসা কাতর,
মুখের আড়ালে রেখেছে মুখোশ এক ঘেন ঘোর।
দূর্বল বলে করেছে আঘাত মিছে সহোদর,
ন্যায় নীতি তার গিয়েছে গোল্লা দেহ ভরা জোর।


দিনের আলোয় নেমেছে আঁধার থমথমে ভাব
শকুন শিয়াল ডাকে হুক হুক গুনগুনে সাপ।
ঈশ্বর ডাকি আল্লাহ ডাকি ডাকে ভগবান,
জুলুমের মুখে শুনেছি গর্জ করে ফরমান।


আগের মতোন নেই কত কিছু থাকা চারপাশ
নিরীহ মানুষ এখানে সেখানে করে হাঁসফাঁস।
শক্তিশালীর জালিয়াতি মন জালিমের রূহ,
সজাগ হয়েছে শুনি গর্জন কাপি উঁহু উঁহু।