খামোখা টেনে ধরেছে অসভ্য হাতল
ক্রমশ টেনে নিতেছে বর্জ্যের সান্নিধ্য,
অশুভ ধারালো দাঁত করে কিড়মিড়
আমি চাই বের হবো তাতে করে সিদ্ধ।


পরিস্কার পরিচ্ছন্নে যতবার ধুই
নোংরা ময়লা ছুঁড়েছে আজব দুনিয়া,
কান্নার শব্দ জমেছে কঠিন নির্জনে
জুলুম কারী রয়েছে এইসব নিয়া।


যতটুকু তলপেট সীমাহীন ক্ষিদে
মস্তিষ্ক দূষিতে রাস্তা চলেছে সন্ত্রাস,
চোরে চোরে মাসতুতো মিলিয়েছে কাঁধ
নিজস্ব প্রতিবেদকে স্বস্তির উচ্ছ্বস।


অস্থির করে তুলেছে আত্নীয়র ঘুম
আরাম বালিশে দিয়া ঘুমিয়ে জুলুম,
মুখোশে ভদ্র সৌজন্য দিয়েছে সাক্ষাত
অসুস্থ চিন্তা ধারায় ইশারা অহম।


আমি চলি সচ্ছ জুড়ে ছিটিয়েছে ধুলো
আমি চাই পরিষ্কার কে করেছে কালো,
এই কুসংস্কার থেকে নিংড়ানো উদ্যোগ
সভ্যতা দিয়েছে চাপা নেই আর আলো।