বাঙালি মুখ তোমরা কেউ দেখতে চাও
খাঁটি বাঙালি খাঁটি মানুষ! এই বঙ্গে,
এক বাঙালি বঙ্গ জুড়ে সবার তরে
কেঁদে উঠেই, বলতো আমি আছি সঙ্গে।


মৃত্যু নামে দুয়ারে থেকে বলেছে যিনি
এই দেশের দুখী ভায়ের দুঃখ বুঝি,
সততা মোর এই বাংলা মুক্ত হবে
নিজের প্রাণ তুচ্ছ আজ মুক্তি খুঁজি।


সাতে মার্চ মুক্ত হবে ডাক দিয়েছে!
তার পরেই গণহত্যা মৃত্যু শোক!
একাত্তরের শুরু যুদ্ধ লক্ষ্য প্রাণ
ছিনিয়ে নিলো বুকের থেকে দুষ্টু লোক।


তখন তাকে কারাগারেই বন্দি করে
মুক্ত করা এই দেশকে চাইলো কেনো?
এই বাঙালি মুক্ত জাতি থাকবে কেনো?
সেই চাওয়া অপরাধেই মারবে তাকে-


যুদ্ধ শুরু রুদ্ধশ্বাসে ক্ষুব্ধ মনে
আর কত কি গাঁথবে পায়ে পথের কাঁটা,
অস্র ছিলো বুকের পাঠা ঘরের ঝাটা
দিয়ে তাড়ায় আগাছা জল পড়লো ভাটা।


আমার দেশে সকাল হলে ডাকেই পাখি
বাংলা নামে সূর্য উঠে পুব আকাশে,
বাংলা নামে ফুল ফুটেছে সতেজ বনে
যেই বাঙালি দেশ এনেছে রুদ্ধশ্বাসে।


বাংলা নামে বনের মাঝে সবুজ হাসে
স্বস্তি নিয়ে বেঁচে থেকেই জ্বালে প্রদীপ,
সেই সবার চির সত্য খাঁটি বাঙালি
জানো কি তার? বঙ্গ পিতা শেখ মুজিব।