নয়নে তাকিয়ে থাকতে থাকতে
আমার হয়েছ হৃদয় আহত
জমে উঠছিল একটা ওজনে
জমা অভিমান


তোমাকেই দেখে চমকে উঠেছি
কত শতবার এই বুঝি হবে
আমাদের মিল,
চোখের পলকে বুঝতে বুঝতে
তোমাকে কখন হারিয়ে ফেলেছি
নিজের পাইনি একটুও টের


তোমাকে হৃদয়ে চাইতে চাইতে
নিজেকে ভুলেছি কখন যে আমি
এই অস্তিত্ব যোগ বিয়োগের
অবিরাম খেলে এক খেলাঘর


আবার নিজেকে খোঁজা শুরু করি
আগের মতই কিছু্ আর নেই
কতটা বদলে গিয়েছে


এখন তোমাকে খোঁজই করি না
নিজেকে খুঁজতে বেড়িয়ে পরছি
কোথায় এখন নিজেকে পাইনা!
নিজেকে খুঁজতে খুঁজতে
ক্লান্ত
-