স্বপন দেখি তোমারে কুলে
চড়ন করি পায়ের দুল
বিভর থাকি অথই মুলে।
স্নেহ দেও আমার কুল।


মিশছি আমি ভাটির তট
গন্ধ নিছি  বনের ফুল
যেথায় আছে নদীর জট
মন ভরাতে হয়না ভুল।


পাখির ডাক দাও ভরিয়ে
অবুঝ মনে দাও অতুল
গাছের কাছে ছায়া ভরিয়ে
দিতে তোমার হয়না ভুল।


কোনসে বনে মাতাল বায়ু
জুড়িয়ে দিছে আকুল প্রাণ
কোথায় আছে খন্দ ভরে
আম বাগানে মধুর ঘ্রাণ।


আর কি কোথা ফুটল হেসে
চলন বিলে বনের দুল
শাপলা ফোঁটা কদম ফোঁটা
শিউলি ফোঁটা বনের ফুল।


ওগো আমার জন্মভূমি
চড়ন করি পায়ের দুল
আলো বাতাস অটবি চুমি
প্রাণের ভরি দাও ব্যাকুল।


ওরে আমার পল্লী ছবি
কোন বেদনা কোনসে জেদ,
ভাঙিছ কেনে সবুজ বাংলা
কিসের তরে যে ভেদাভেদ।


মেঘের কোলো ঝড় বয়েছে
আনবে বুঝে দমকা ঝড়,
ভাঙছে কেন ছাউনী পাতা
আমার যেনো ছোট্ট ঘর।