আকাশের গভীরতায়
ওনীলের ভাঁজে ভাজে
হৃদয়ের ক্যানভাসে
যে সুরের বাঁশি বাজে।


অচেনা মেঘের মত
ডানা হীন উড়ে যায়,
স্বপ্নেরে ডিঙির চড়ে
আকাশে উড়ে বেড়ায়।


-মুসা


জানো দাদু কোথায় আছি
কোথায় আছো চাঁদের দেশে,
মজা করো বুঝতে পারছি
আরে না না সত্যি বেশে।


তুইত এখন আমার সাথে
একটি ঘরে উপর ছাদে,
আরে না না তুমি এখন
আদি খাটে আমি চাঁদে ।


আমায় এখন নামাতে ত
পারবেনা আর আড়ি আড়ি,
কেমন হলো কেমনে গেলি
আমি দেখি তুইত বাড়ি।


তামশা ছাড়ো মোবাইল টার
পাকনামি আর কমটি করো,
আরে না না সত্যি সত্যি
তুমি এইতো পথটি ধরো।


চলে যাচ্ছি থাক তুই এখন
না না দাদু রাগ করেছ ,
তুমি দ্যাখো চাঁদের দেশে
হেঁটে চলছি বই পড়েছ।


দ্যাখা আমায় আসো দাদু
এই যে দ্যাখো সত্যি সত্যি,
কেমন গেলি কোথায় পেলি
এই যে রাস্তা এই আপত্তি।


ইন্টারনেটে পাচ্ছি এখন
অজানা কে খুঁজে খুঁজে,
আমরা যখন বই পড়েছি
এখন সহজ চতুর ভূজে।