চোরে চেনে চোর ভালো চেনে ভালো টার
যার মনে যেবা লাফ দিয়ে উঠে হেয়া,
অসুস্থ কিছু লোকের জন্য দরজা বন্ধ তার
এই কথাসথা মুরব্বি দের দেয়া।


নিজের মতন ভাবছে সবই ছুঁড়ো ফুলঝুড়ি
নিজেকেই ভাবে মহান সৃষ্টি হয়তো ঘোড়ার আণ্ডা,
হে কুলাঙ্গার আসলেই সেতো দেখাচ্ছে বাহাদুরি
কথার ওজনে সাধুবাদ‌ মাপো দেখ না-ভাই সণ্ডা।


আরো কিছু এই সত্য বাক্য বলি আজকের আসরে
ফসল চাষার আগেই খেতেতে সুস্থতা মন চাষোরে,
দল ভারী যার বাড়ির কাছে কুত্তা বড়াই চলেরে
নিজের পাইকা পাকনা কদুর কদু ভেবে আজ- হাসোরে।


জাতে টানে গোতে কুত্তায় টানে গরুর পেডিরে
উল্টে ফের শুনি ঘেউ ঘেউ করে কুত্তা কেডিরে,,,,।।
মুখোশের পিছে লুকিয়ে রয়েছে কবিগিরি