মায়াজাল বেঁধে করেছিলে আপ্লুত পরিবেশ,
গন্তব্য পৌঁছে যাওয়ার পরে সবকিছু ডিসমিস।
কত অচেনার সাথে পরিচয় দেখা হয় জনে জনে,
নামিয়েই দিলে যাত্রী সকল কেবা রাখে আর মনে।


তবু ক্ষণিকের কিছু ভালো লাগা করে প্রশমিত,
মানুষের এই পথের গল্প স্মৃতিবিজড়িত।


কারো ইতিহাস হয়ে যায় বসা জল পড়ে পাতা নড়ে,
হয়তোবা তারে, মনে পড়ে খুব হয়তোবা নাই পড়ে।
কত ঘাট থেকে মানুষের দেখা হয়েছে মানুষে,
হয়তো কখনো আর দেখা নেই হারিয়ে নিমিষে।


একদিন ওই গাড়ির যাত্রী হয়ে ছিলো এক ভাই,
মনেহয় তারে পাবো বারে বারে - দেখা আর নাই।
কত অচেনার সাথে পরিচয় কতটুকু থাকে মনে,
স্মৃতির ডায়রি পাতা উল্টিয়ে কতদিন হলো গোনে।