কবিতা তুমি ভোরের ঊষা একটুখানি রোদ,
কবিতা তুমি রোদের হাঁসি রাতের অবরোধ।


কবিতা তুমি মুক্তা বনে ঝিনুক মুখে হাসি,
তাই তোমাকে লিখতে বসে এতটা ভালবাসি।


কবিতা তুমি প্রিয়তমার কপালে পরা ভাঁজ,
কবিতা তুমি প্রিয় তমার হাঁসির কারুকাজ।


কবিতা তুমি অত্যাচারে মুখোশ খোলা চাবি,
কবিতা তুমি হৃদয় জুড়ে তোমার কথা ভাবি।


কবিতা তুমি সত্য বাদী মিথ্যাবলা পাপ,
কবিতা তুমি মন্দ লোকে করাও অভিশাপ।


কবিতা তুমি ছন্দে মাখো তনয়া মুখে ঢেউ,
চমকে ওঠো মুক্তা হয়ে নয়তো কিছু কেউ।


কবিতা তুমি হরেক রঙে হরেক রুপে সাজো,
কবিতা তুমি সুরের পাখি বুঝে না কেউ আজো।


কবিতা তুমি মুক্ত পাখি মুক্ত ডানার ডালে,
যখন যাই ইচ্ছে মত চরণ করো কালে।


কবিতা তুমি অনাহারীর মুখের-আর্তনাদ,
কবিতা তুমি খুদার জ্বালা মেটানোর কত স্বাদ।


কবিতা তুমি উলু বনের মুক্তা ছড়া হাঁসি,
কবিতা তুমি স্বাধীন চেতা ইচ্ছে অভিলাষি।


কবিতা তুমি পাহাড় নদী সকল উপমার,
কবিতা তুমি স্বল্প কথা গল্প উপহার।


*****আজ বিশ্ব কবিতা দিবস********