কবিতা পড়তে যেন বেশ! ভালো লাগে সবুজ মেধাবী মনে
শোনতে লেগেছে ভালো কবির সৃষ্ট-ধ্বনি যত চাষাবাদে
পাঠক হয়েছি যেন কবিদের কাছে পড়তে পড়তে লেখা
কেমন লাগছে সেই পাঠের বেলায়? তৃপ্তির অমৃত সাধে।


ছন্দের কবিতা টুকু যেন! বেশ! লাগে মনের মাধুরী মিশে
ছন্দ হীন লেখা টুকু যেন শেষ !শেষ শেষের খুঁজি ঘুরিয়ে,
কাব্যে অলংকার টুকু সোনার মোহর সাজিয়ে রেখেছ কবি
মনেহয় খুঁজে পেল কবি অবশেষ সাত সমুদ্র কুড়িয়ে।


ছন্দ বিহীন কবিতা লবণ বিহীন যত তরকারি খাই
রাঁধুনি সব রান্নার খাবার দাবার সারাদিন খেয়ে যাই
ছন্দের কাব্য রসের কবির পক্তি যে রসের রসলো গোল্লা
সকল যুগে সর্বত্র বাহবা পাবার ইতিহাস থকে পাই।


কবিতা পাঠ করার মিশ্র প্রতিক্রিয়া ব্যথিত হলাম আমি
ক্ষমার দৃষ্টি দেয়ার করি অনুরোধ সকল কবি দুয়ারে
কবিদের কাছে চাই ছন্দের কবিতা শুধু লিখে যান হাতে
পাঠের জন্য সুন্দর কবিতা লেখবে পড়ার জন্য অপেক্ষা।


৮ ৬ ৮ মাত্রা