নিজেকে বদল নেয়া চাইলে কি পারে
আমিতো কব্জির জোরে দিতেছি সাঁতার,
ছিটকে গেছি শ্রেণীতে প্রথম আসর
পৌঁছেতে অনেক দেরি পথের ওপার।


চাইলে বদলে যাবো এত কি সহজ
কঠিন হয়ে গিয়েছে যা হতো অর্জন,
কঠিন হয়ে পড়েছে যা ছিলো সহজ
কিভাবে বদলে যাই কি করি বর্জন।


যেদিকে যাই সেদিকে কঠিন দাঁড়ায়
একমুঠো ভালবাসা খুঁজতে গেলাম!
এত দাম কেনা দায় সাধ্যের বাইর
বিনিময়ে ফ্রী মূল্যের বেদনা পেলাম।


মৌলিক চাহিদা গুলো পূরণের লক্ষ্যে
গিয়েছি কর্ম বাজারে দিয়েছি সাঁতার,
কর্মের পুস্তক পড়া ছিল কঠিনের
ছিটকে পড়েছি সেই পিছন কাতার।

পিছন থেকে আবার দিলাম সাঁতার
হারিয়ে মনের জোর হাবুডুবু খাই
সাঁতরে কূলে উঠতে চালছে প্রচেষ্টা
পথের যুদ্ধা দেখেছি একটা ও নাই।


হয়তো তারা পেয়েছে আপন ঠিকানা
নাগল পেয়েছে পার ওঠার গন্তব্য,
সাফল্য গাঁথা মালায় সুন্দর সকালে
দূর্বল নাবিক হয়ে করেছি মন্তব্য