কুল ছুঁয়েছে প্রকৃতি কুল ছুঁইয়েছে গ্রাম,
জল পথের মেঘনা নদী চলে অভিরাম।
নানা ছল মাতোয়ারা চাগা ওঠে সারাক্ষণ
যেথায় আমার জন্ম  শুধে শাবক লালন।
তেঁতুলিয়া নদীরেই ভাটা জোয়ার খেলায়
দুটি নদীর মাঝেই জোড়ার মিলন মেলায়।
অবাধ প্রকৃতি এই সৃজন সংবর্ধিতায়
কুলবন্ত বাসনার ওগো কুল প্রশংসায় ।