অভাব ছিলো
একটু খানি প্রেম
এই কপালে।


প্রেম জোটেনি
গৃহের উঠুনেও
মনও বলে।


নিজে ছিলাম
তৃষ্ণায় গলায়
কত ভেজাই


কেমনে রাখি
পরের জন্য তে
প্রেম যে তাই।


বৃক্ষ ছায়া
যার কেন জুটেনি
আমার কায়া।


আমার ঘন
মন খারাপে কেউ
হয়নি ছায়া।


ঘরের কোনে
যে দুঃখ বিরাট
প্রেমের খরা,


পরের কাছে
কেমনে খুঁজি প্রেম
কষ্ট ভরা।