মাছের বড় কষ্ট দেখে ছেড়ে দিলাম নদীর ভিতর
আর কত কাল থাকবি পরে বন্দি পুকুর,
কত বছর গেছে বুঝি এক পরিবেশ ছোট জলে
রাত্রি বেলা সকাল বেলা মধ্য দুপুর......


পুকুর পাশে মাছের কেবল ওই আবেদন
মুক্ত জলের মুনাজাতের দেয়রে জ্বালা...।।
মানলাম আমি তাদের কথা করুণ দয়ায়
বলছি শুধু যেখান আছোস সেখান ভালা।


সকাল বিকাল পুকুর ধারে গেলে কেবল
একই কথা বারে বারে উঠে আসে,
মুক্ত করেন মালিক আমার বাঁচার দাবি
তাদের কথা মেনে নিলাম অভিলাষে...


অতঃপরে ছাড়লাম এবার নদীর ভেতর
মহা খুশির আত্মহারা মাছের ঝাঁকে,
দুই মিনিটের মাথায় গিয়ে নদীর ভেতর
ফাঁদ পেতেছ মাঝি জেলে ফাঁকে ফাঁকে......।।


খাইলো ধরা ঝাঁকে ঝাঁকে মরে গেছে
দেখলাম শুধু শেষ নিয়তি,
মনে মনে বলছি তখন যেখান আছিস
ভাল আছিস বেঁচে থাকতি,,,,,


বেশি জলের মুক্তা বাতাস ‍মুক্ত পথের
বেশি সুখের আনন্দ তে জীবনই শেষ


মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।
মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন